তখনও শুধু অন্ধকারে হাতড়ানো,
আজ আমার যৌবনে কলঙ্কের দাগ,
তবু আজো ফুল ফোটে, পাখি গান গায়।


অনেকের জন্যে আমি অনেক ভেবেছি,
ছায়াসঙ্গী কিন্তু আমি পাইনি কক্ষনো,
অবয়ব বলতে কেবল - দেহভার।


চোখ মেলে যতবার দেখতে গিয়েছি,
দেখেছি নিকষ কালো পাথরের খণ্ড,
যার থেকে না দেখা অন্ধকারও ভালো।


আলোয় ফিরবো বলে হাতে লাইটার,
পাথরে পাথরে ঘসে আলো ঝিকমিক,
রসদ নেই, তাই আলো জ্বলে কিভাবে?


আজ ভালোবাসার চোখ ফের আমায়-
গোপণে খুঁজতে বলে আলোর ঠিকানা।
একজোড়া চকমকি পাথরের টান!


শুধু জ্বলবে বলে কিংবা জ্বালাবে বলে।