রেখে দিয়েছি তোমায় বুকের চিলে-চালিতে,
সস্তার চাঁদও বুঝি উজ্জ্বল, বস্তি বাড়িতে।
কৌতুহল ভাগ করে, আগুনে মন ভরাও,
ভালোবাসি বলে মন হারায়, বুঝি নি...তাও।


ধুলিকণা বয়ে, ভিত নিজে ধংস করি,
সাঁকোর নির্মাণ ভুলে, শুধু দুরত্বে তারি।
গাছের ছায়া তলে- উপার্জনের আলো  খুঁজি,
ভালোবাসার ভয়ে, পালিয়ে জীবন তার বুঝি।


চুরি কে না করে- কখনো জেগে কখনো ঘুমে!
নিজের গড়ানো, সিংহাসনে রাজার দর্শন ক্রমে।
পোশাকের নীচে দমবন্ধ ফুসফুসের কান্না।
স্বপ্নমানেই মোমবাতি, ফূঃ! তবুও নেভে না।