আমি তোমার রক্তবুক
কিংবা আকাশের নীল থেকে
যখন তখন ঝরে পড়তে পারি।
জ্বালাতে পারি দাবানল
বা নিশ্চিহ্নও হতে পারি তোমার ওই নীলে।


তোমার কি এমন কোনো শক্তি আছে
যা আমাকে দূরে রাখতে পারে ?
রাখতে পারে বিচ্ছিন্ন করে আমাকে
তোমার ভুলে ভরা খেলাঘরের চৌহদ্দির বাইরে!
যেখানে আমি আমার গোপন শ্বাসে
আঁকতে পারি বসন্ত বিলাপ।


কিন্তু সে সাধ্য কোথায় তোমার?


আজ স্মরণে পড়ে না
অনেক না বলা কথা
যা চিরদিনের জন্যে হারিয়ে গিয়েছে।
ঠিক যেমন করে আমি বলতে ভুলে গেছি
আমার প্রকৃত পরিচয়।
যা রেখেছে তোমাকে আমাকে একই বৃন্তে
অথচ বারবার মনে হয় অনেক দূরে।
বলতে কী পার, আমি তোমার কে?


পারবেই বা কি করে !
আমার অস্তিত্ব তুমি বুঝতেই চাওনি কখন,
আর কি কখনো সময় পাবে আমাকে চেনার ?  
আমি হলাম তোমার আমি ....
আমি মানে...আমিই...।