( সমসূত্রে বাঁধা)

                   (01)

               পরম্পরা  

   টেনশন বাড়লে, আগুনে ঘি
পরে,  মধু বর্ষে নেই হর্ষে।   ধীরে
     ধীরে বাসা পোক্ত করে।

                (02)

               ঘাতক

     চুপচাপ আস্তানা গেড়ে
ওরা, বিবশিত করে যত, যন্ত্র!
   একে একে সবে বাস্তুহারা।

                  (03)

                চিরসাথী

        বিষ নিয়ে দেহে পুরে
দাও, দমে বই সাড়ে কই, যেতে
    গেলেও বলে, সাথে নাও।