(সমসূত্রে বাঁধা)

              (01)

  শিহরণে কম্পনে উচাটন
প্রাণ, রঙ্গনে অঙ্গনে , বন্দিনী
       ক্ষীপ্র চিতা মন।
        
               (02)

    হলাহলে নিয়মিত কারবার
চলে, কেউ দেয় কেউ নেয়, আজ
       বাঁধা অন্ধকার জালে!
  
               (03)

      হীরে বলতে মানপাতায়
জল!  পদ্ম ছল হারিয়ে তল, দেখি
     নীটফলে মুক্ত আকাশ তল।