ত্রয়ী  (সমসূত্রে বাঁধা)

      (01)

     প্রস্তুতি

   ভার লাঘব..
পথে হেঁটেই চলা,
  আকাশ টানে।

        (02)    

        ভাসা
  
      দৃষ্টি যখন..
পেঁজাতুলো ছাড়িয়ে,
     ধরা বহুদূরে।

        (03)

       ফেরা

   ঈগলের ছোঁ,
সাধু সাবধান বানী..
চাকা গুটিয়ে ধরা।