(সমসূত্রে বাঁধা)
      এক

      স্মৃতি

  মনের গভীরে,
স্মৃতিকথা নীরবতা
আসে পালা করে।
    
            দুই

          প্রার্থনা

     সাঁঝ এলো বলে,
পাখি এসো নীড়ে বসো
গাও গান বসে মন খুলে।

        তিন
    
     আপনার

আলুলায়িত চুলে
নারী নাম চিনলাম
যখন মরণ কবলে !