প্রবচন বলে হিসেব করেও
সব গপ্পে মশগুল -

দেয় না দেখা
তবুও স্বনামে,
ফিরছে একা
বেশ সুনামে!

আজীবন ধরে খোঁজার পরেও
দেখি ডুমুরের ফুল!