অনন্তের পথে


এখন বিবি আমার ঘরে বন্দী আছে।
আমি কে? সাহেব বা গোলাম কেউ হব,
লোলুপ নজরে সবাই তাসের ঘরে।
সেই তাস নজরে ডুব দেবার মত
একবার তুমি স্মৃতিতে ডুবতে দাও।
ইংরেজ রাজা রানীর যুদ্ধ অবিরাম-
দাবানলে মন চকমিলানো ছকেতে,
হাতি,ঘোড়া বা নৌকা পুরোটা রসাতলে।
তুমি অনলে পুড়িয়ে শুদ্ধ করে নাও
শুদ্ধসত্ত্ব নিয়েই আমি বাঁচতে চাই।


তাসের ঘর বা চকবন্দী গৃহকোণ,
যেখানে দিনের প্রথম আলো ফুটবে।
সদ্যস্নাত অবয়বে জয়টীকা পরে-
অতি সযতনে তুমি পুস্প তুলে নিয়ে
দেবতারে বন্ধনডোরেতে ঠাঁই দেবে,
সেখানে যে বন্দী হতে চাই একবার।
খেলাঘরে আলো প্রজ্বলিত কর তুমি,
রজনীগন্ধার গন্ধে সিঁথিটি রাঙাও,
লাজুক তোমার দৃষ্টি দাও আরবার,
সবুজের আহ্বানে পূর্ণতা নিয়ে এসো।


তারপর খেলা বন্ধ হলে একদিন,
সেই তাসের ঘর পুড়বে দাবানলে,
রজনীগন্ধা আজ ধুঁপের ধোঁয়া নিয়ে।
তুমি হবে আবার নয়া পথের যাত্রী,
বিদায় জানাবো আমার সংসার হতে,
হয়তো স্বর্গসুখ আমার জন্যে নয়।
বেদনা মন রবারের দাসানুদাস।
দাবানল বুকে ফের তাসের ঘরেতে,
অনন্ত পথে যাত্রা কালান্ত পানে নিত্য,
প্রতীক্ষা কি একত্র করবে দুজনাকে?