পলাশ বনে                বেদনা সনে
           খুঁজতে সবুজ টিয়া,
ফাগের লালে           ফিঙের তালে
          জ্বালাই মনের দিয়া।

দোলের দোলায়      ফাগুন বেলায়
            কৃষ্ণচূড়ায় আগুন,
হোলির রাগে           মন সোহাগে
            গুঞ্জরিত গুন্ গুন্।

ঘুঙুর বেঁধে                 নৃত্য সাধে
            হাতেতে হাত ধরি,
এ সাঁঝবেলায়        স্মৃতির খেলায়
            শৈশবে যাই ফিরি।

একবার আয়             কুঞ্জছায়ায়
            বয়সে বাঁধ দিয়ে,
রঙিন প্রাতে          যাই একসাথে
           হিসেব ভুলে গিয়ে।