মাঝে মাঝে আবেশটা হাতছানি দিয়ে ডাকে,
বুঝতে পারি না, ধূপ ধীরে ধীরে গন্ধ নিয়ে...
তখন নিজেকে নিজে ধরে রাখতে পারি না,
একবুক সমুদ্দুরে স্নান করে এলোকেশী।


চোখে জল আসে, না কথা - না কাজ, সব দূরে!
দেখতে পাই পাশে থাকা - আর এক আমাকে,
যাকে আমি সম্পুর্ণ নিজেও চিনি না, অথচ-
একদম অচেনা বলার সাহস কোথায়?


ঘুম আসে না, বিছানা শুধু উপহাস করে,
ঘুম যে আমার ভীষণ দরকার, ভীষণ ...
তবে কি, ধূপের ধোঁয়া কিম্বা রজনীগন্ধায়,
আমি খুঁজতে চলেছি নতুন অন্য জগত?


কারো বুকখালি করা ব্যথা আমি চিনি বলে,
সে জগতে ঘোরাটাও আমার পছন্দ নয়।
তাই, বাঁশি বাজলে শ্বাস নিয়ে এগিয়ে যাই,
আমি সে আবেশে বারবার ভাসতেই চাই।


শুধু চিরকাল সবার হৃদয় মাঝে ভাসতেই চাই !!!!