বাগানে কৃষ্ণকলি কালো মেঘের প্রতীক্ষায়,
কোন মুক্তি সে চায়? অন্ধকারে ঝোঁপ আড়ালে!
বিষন্নতা গ্লানি মুছে কি আলোর দিশা খোঁজে?


বাইরের অন্ধকার আপন করতে চায় -
নাকি বিজলী চমকে, চায় আঁধারের মুক্তি?
সে আসে, প্রেমের সহজ বর্ণনা রেখে যায়।


আর ভালো লাগছে না এই ঘরভাঙা খেলা,
কূলের নিশানা আসে না কৃষ্ণকলি নজরে,
ও দুমড়ে মুষড়ে বাঁচতে অভ্যস্ত  এখন।


এ কি জীবন! মরণ আর কত সাংঘাতিক?
রাধাচূড়া কেন হলো না? লোকে প্রাণ জুড়াতো।
ইচ্ছে পূরণ হয় না কারো, ওরও হবে না।


আজ ও বসে আছে - ক্লান্তি নেই বা ভ্রান্তি নেই।
দৃশ্যে সেই অসীম চূড়া   - যা দেখে সবে  ছোটে,
কৃষ্ণকলির রাধাচূড়া হওয়া তো হবেনা!


তাই ..
ঝড়ে বৃষ্টিতে ঝোঁপেই সে তার মরণ আঁকে ....