কালো কালবোশেখী কিছু এড়াতে,
প্রথম আশ্রয় নিয়েছিলাম ও ঘরে।
তুলসী তলাতেও সাঁঝবাতি দিতে,
তাই এ পতঙ্গমন বন্দী হয়ে পড়ে।


ভাব কেন, আমি উড়তে পারি না?
কেন রাখ খাঁচায় শুধু বন্দী যন্ত্রণা।


মনে আছে! হঠাৎই ছাদ চেয়েছিলে,
হার মানলাম। ফের গালগল্প চলে।
উড়তে হবে,দাবী সামলাতে গেলে।


ভেবেছিলে ছাদে যদি আগাছা বাড়ে;
ঝড় উঠবে হাওয়াও বদলাতে পারে।
ভাবনি,আমিই যে আসবো না ফিরে।