আমি চোখ কান খোলা রেখেই লিখতে চাই,
তবু কেউ তা বলপূর্বক বন্ধ করে দেয়,
সে কি কোনো অতীতের ফেলে আসা ভালবাসা!
নাকি বর্তমানের কোনো হারানো উর্মিমালা-
অনেক খুঁজেছি হদিশ মেলে নি কোনদিনো।


লাগামছাড়া অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছি,
বিভ্রান্তির চুড়ায় উঠেছে- হারিয়ে ফেলেছি,
আজকাল এলব্যামগুলো বহু ছবি রাখে,
কোথাও আমি তাতে মনের দরদ পাই না,
নাকি ছবি গভীর বলে দূরে রাখি, হয়তো....


আজকে অনেক গতি নিয়ে দুরন্ত জীবন,
তবু সমলয়ে কেন বাজে না? যা ঐকতান!
এখন নির্বিকল্প সমাধিতে আসীন বলে,
যান্ত্রিক দেহ কাজ করে-করতে হয় তাই।
মন শূন্যে সমাগত- হাত বদল নেশায়।


প্রেম আর সবুজ নয় শুধুই অবুঝ মন,
হেমন্তের পাতাঝরা আজ নিত্য অবিরাম,
বসন্ত রঙিন নয়- ফাগ, নেশায় আচ্ছন্ন।
শুধু লেপমুড়ির শীত জাবর কেটে যায়,
সকাল হলেই দুই আগন্তুক দোটানায়!


এ এক চরম দুঃসময়ে যজ্ঞের ঘোড়াটি
চলার চেষ্টা করে-কোন অনন্তে জানা নেই,
চোখ কান খুলে লিখতে, কলম ভয় পায়!
যতটা অস্তিত্ব এখনো আছে, সুপ্ত এ মনে,
পাছে তা হারাই বা নিজেই ছবি হয়ে যাই....