ওদের দেখি ইঁট, বালি বা কংক্রিটের মাঝে।
ওদের চাতক নজর জীবিকার সন্ধান,
আমি অবশ্য নিয়মিত দুরত্বে বর্তমান,
কাঁচা পোশাক, ঘামের গন্ধ মেলবার নয়।
ওরা কাজ করে আর আমি লাটিম ঘোরাই।


তবুও ওরা বিশ্বাসের হাত বাড়িয়ে দেয়,
আমি সরলতা লুফে অল্প দামে, কাজ কিনি,
বিনিময়ে স্ফুর্তি, সস্তা আনন্দের প্রলোভনে।
কেবলই পাঁক ঘাটাঘাটি নিত্যকার দিনলিপি।
দামী গহনাগুলো অন্যায্য দামে, ফাঁদে পরে।


মাঝেমধ্যে ঝামেলা দৈবাৎ আসে, সয়ে গেছে।
বাঘ বন্দী খেলার জগতে বুট কিনি অল্পে,
একশ বা খুব বেশী হলে দুশো, সেলাম ফ্রী।
এভাবেই এখনো বেশ চলছিল আনন্দে,
কিন্তু জীবন থাকলে সমস্যা তো গজাবেই।


সাহেব জবাব দিয়েছে, এবার কাম ফতে
কেউ চুকলি খেলেছে মনে হয়, মোট কথা
খেল বন্ধ্। খঁুড়িয়ে খুঁড়িয়ে এই যাত্রা শেষ।
আমি বসে খাদ্য সেজে খাদকের প্রতীক্ষায়,
জানি না...কতটা সাহেবের কানেতে পৌঁছেছে।


কি জানি বাকি আছে কিনা জেলের ঘানিটানা ....?
জানি না, জানি না-তাই আজো গেলাসে চোলাই ....