পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া মন-
নাচবেই বসন্ত আসবে বলে। 
উতলা বাতাসে কোকিল কুহু,
আগত বসন্তে স্বাগত জানায়।


বসন্ত ঋতু নয়, এ এক টান।
শীর্ণা বালিকা ও দুর্বল বালক,
সবাই জানে জোয়ারের টানে -
বসন্ত আসবেই, চাও বা না চাও।


শাল পিয়াল বনে মাতাল মনে,
মাদল বাজিয়ে সাঁওতালী গান-
আঁকে এক বসন্তের মনছবি। 
ওরা দোলা জানে বাসন্তী টানে।


সম্ভ্রমে অভাব নেই কোথাও,
মহুয়ার নেশায় রঙিন ওরা,
ফাগুয়ার রঙ মনের গভীরে,
ওরা দোলে আপন অস্তিত্বে।


এখনে বসন্ত হারায় ক্ষণে ক্ষণে, 
ফাগের রঙও লাগে বড়ই ফিঁকে, 
প্রেম মন ছাড়া আজ ঘরে ঘরে,
জবাবদিহি যে করতেই  হবে।


সাচ্ছন্দে থেকে যা আমরা পারিনা,
কত সাবলীলভাবে ওরা তা পারে! 
এখানে কলুষতার আড়ালে মন,
দখিনা বাতাসটাই ওদের দখলে।


অথচ বসন্ত,
কখনোই প্রেম ছাড়া থাকেনি বলে-
ফাগুয়ার রঙে আজ রক্তরাগ ঝরে।


#######################
দোহারের কালিকা প্রসাদ ভট্টাচার্যের
মহাপ্রয়ানে আমরা শোকস্তদ্ধ। তিনি
মনের প্রেম ছড়িয়ে গেছেন আজীবন।
তাঁর প্রতি  শ্রদ্ধা জানিয়ে আজ প্রেমের
দুর্দিনে তাঁরই স্মরণে এই লেখা।
#######################


একতারা মনটার
তারা হওয়া - ভাবা যায় না,  
যন্ত্র যন্ত্রনায় আর      
কখনোই সুরে বাজবে না।


****************************