বলতে পার কি বন্ধু,
শালীনতা ভেদ করে
কতটা সুখে আছ?
চাহিদা থামা শেখে নি,
শুধু বাড়তেই জানে।
কতদূর ছোটা যায়-
তাকে নিশানা বানিয়ে,
ভাবার দিন এসেছে।


বাগানে ভাষার কুঁড়ি!
ঝরে ঝরে ক্লান্ত আজ,
কোথাও অভাব নেই-
যোগানের এতটুকু।
আমরা কিছু না করি,
অন্তত সামান্য তার-
ঝুরিতে রাখতে পারি,
বেশ সাজিয়ে গুছিয়ে।


রাখতে পারি মনের
গভীরে কিছু 'না বলা'!
সবই কি বলা যায়?।
'না বলা' কি 'বলা' নয়!
কি লাভ পাঁকেতে ডুবে?
যা শেষ হবার নয়-
তাতে জীবন কাবার!
ভাবো, ভাবা দরকার।