.


              (১)  
পয়সা থাকলে কি না হয়?
ডুলির কাঁধে, দেবতা জয়!
ডুলির পূন্য! সময় কই?
পরের যাত্রী আসবে ওই।


             (2)
পাপ জমলে, পূন্য করতে -
টাকার কাঁড়ি শুন্য ভরতে।
কমিশনে চলে ট্রাস্টিদের,
সাদা কালোর রকম ফের।


           (৩)      
হাঁটতে  শিখতে হলে,
পড়া শেখা দরকার।
বারবার হাঁটা হলো,
চলনের অঙ্গীকার।


         (৪)        
যে কথাটা রুদ্ধ আছে,
সে যদি প্রকাশ পায়।
হয়তো জীবন নদী,
গতিপথ বদলায়।