ঘোর অন্ধকারে হৃদয় যেন গো ফিসফিসয়ে ওঠে,
বজ্র নিকষকালো রাতে পথের সন্ধানে মন ছোটে,
গল্প সাজিয়ে বসে আছি বাগানে শব্দমালা নিয়ে,
শিশিরস্নাত চোখের কোণ জলে, ভালবাসা দিয়ে।


সূর্যমুখীর সূর্য দেখার সাধ হঠাতই ভেঙে চুরমার,
প্রবল পিপাসায় চারিদিকেই হা-ভাতের হাহাকার,
অনেকদিন হলো বানভাসির কথা আসেনি কাছে,
গরম ফেনের গন্ধ কাছে এলেও লুকিয়েই আছে!


মুখের ভাষা আহত হয় মেঘপথের ঘন কুয়াশায়,
আয়না কোনো ছায়া না রেখেই প্রতিচ্ছবি দেখায়,
বেলাভূমিতে চোরাবালি মেখে পূর্ণিমার হাতছানি,
সাগর ভীড়ে জীবন গল্প এক অলিখিত কাহিনী।