গাছ! তোমার ছায়ায় তো প্রেম দেখেছি,
তার দেহ বেচে নিজে মরণ ডেকেছি ।
শিশুর মনেতে আমি এঁকেছি আগামী,
পথশিশু জন্মায়, কাঁদে না জন্মভূমি!


কৃষ্ণচূড়া মন চির বসন্ত সবুজ,
তবু তাকে রক্তেরাঙা করছে অবুঝ।
পাগল যন্ত্রনা ভুলতে কলম ধরি,
বুমেরাং হয়ে ফেরত বুকেতে আমারি !


একদিন জন্মেছি ধান বুনবো বলে,
বৃথা চেষ্টা হয়ে - তা ভাসে চোখের জলে।
হায় ঈশ্বর! তুমি এ বিশ্ব দিয়েছিলে,
শেষ রাতে কী জবাব দেব? দাও বলে।


কতকাল নীরবে বাঁচা চলবে আমার?
জীবন নিয়ে জুয়া দেখবো কত আর!
অন্ধ জীবন থেকে মুক্ত হয়ে এ মন-
দায়িত্ব জাগাতে আর জাগবে কখন ?