বোতামটা খুলে দিলাম,
গরম হলকা হাওয়া ছুঁয়ে গেল।
মাঠে বেড়োলাম ঠাণ্ডায় প্রাণ জুড়াতে।


সমবাহু ত্রিভুজের তীক্ষ্ণ কোণা
সবগুলোই এক, দেখলে ভয় জাগে;
কিংবা ভয়ের কথা মনে পড়ে যায়।
মনে ভাবি শান্তি কোথায়!


লাল পান বিবি কৌতুকের হাসি
ছড়িয়ে দিয়ে নেচে বেড়াচ্ছে।


সিঁদুরে মেঘ দেখে
ঘরপোড়া গরু ভয় পায়,
কিন্তু আমি তা পাই না,
মন দিয়ে মাঠে আপন কাজে ব্যস্ত।


অনেকদিন বাদে দেখলাম
সেও অহেতুক ভয় দূরে রেখে,
আমার সাথে মাঠে নেমেছে।


দেখে দেখে আশ মেটে না,
মেঘের ভেসে যাওয়া হাওয়ায় হাওয়ায়,
প্রায় সারা বছর বাহারি খেলা।


তারপর ডাকবাক্সে হুম হু না ....