*আয়নায় আমি


সেদিন আয়নাটা আমাকে দেখে
মুচকি হাসি হাসছিলো,
কিন্তু কেন?
অনেক ভেবেও
কোনো উত্তর মেলেনি!
রোজকার মত ক্লান্ত মনে নিয়ে ঘুমিয়ে গেছি।


এর আগে একবার পাহাড় থেকে
পড়ে গেছিলাম অসাবধানে,
নাঃ! হাড়গোড় কিছুই ভাঙেনি!
শুধু মন ভেঙেছিলো,
আমি যে ক্যামেলিয়ার প্রেমে পড়েছিলাম,
আচ্ছা, আয়না কি সেটাও দেখেছিল?


আজ কি তবে আমার মাথাটাও,
ওর নজর এড়াতে পারে নি?
মাথাটি তো দিব্যি কলপ কালোই ছিলো!
তবে কি জুলফির সাদাটাই,
ওর কড়া নজরেতে ধরা পরে গেল?


নইলে ও হাসবে কেন?
ও তো সেই শৈশব থেকেই আমাকে দেখে,
এর আগে যখনই যা দেখেছি
অবিকল নিজের মতন,
অন্তত ও আমাকে তাই দেখিয়েছে।


এই প্রথমবার ওকে হাসতে দেখলাম,
ও কি তবে আমাকে বিদ্রুপ করলো?
নাকি এটা আমার কোনো বিদ্রোহী ক্ষণের
না বলতে পারা নির্বাক যন্ত্রনার হাসি!