আজ বসন্ত!
ও আমার বসন্ত নবীন ,
ওরে আমার ফুটন্ত রঙিন।  
ও আমার পলাশ, শিমুল বন,
ওরে আমার কৃষ্ণচুড়া মন।
ওরে আয় রে আয় সুজন সবারে স্মরি!  


এই তো বসন্ত ....
এসো বন্ধু সবাই মিলে হাতে হাত ধরি,
এসো না বাগান থেকে আগাছা সাফ করি।
বিকৃত শব্দগুলোর শবদেহ নিয়ে,
শব্দের জঞ্জালে কিছুটা আগুন ধরিয়ে ;
ভাষা জগতে গড়ি এক একুশে ফেব্রুয়ারী।


এই সে বসন্ত,
যেখানে কুয়াশার মেঘ গোনে শেষ প্রহর,
এসেছে সময় চল পেরোই মত্ত মন বাসর -
ফুলে ফলে ভরা নবীন বসন্তকে এঁকে,
জীবন ভরাবো আমি ফের শূন্য থেকে ।
আয় রে বাগান ভরে রাখি আজ ফোটা নুতন কুঁড়ি।


নইলে বসন্ত,
নবাগতদের ক্ষুব্ধ মন ভরাবার,
আর কোনো জবাব কি থাকবে দেবার?
এসো বন্ধু!  সবে মিলে এসো একবার,
সমস্ত বাঁধন ভেঙে করি চুরমার ।
এসো গো বন্ধু! এসোই না এক নব দিগন্ত গড়ি।