ফাগুনের বিউটি-পার্লার লাগে না।
পলি উচ্চারণে নদীরা সোমত্ত হয়। আমি শব্দে শব্দে শুনি ঢেউ, স্রোত, রোদ, জ্যোৎস্না -পলি...


তুমি এখনো ব্যাকরণে ব্যস্ত!