তোমার কাছে এসে নদী পেয়েছি, হীরকময়ী
নরম করে শিখেছি সন্তরণশৈলী, শিখেছি তুলি
কী করে ভুলি জলের উচ্চারণ!


জলের পাশে হাঁটতে হাঁটতে জলে নেমে কেউ একা থাকে না।


হীরক জলে এসো, হীরকময়ী! অন্ধকার ভালো লাগে না আর, বিশ্বাস করো!
অনেক নিয়েছি ছাই-ভস্মের হাওয়া। ... ... ...


শুধু বুকের মধ্যে পাওয়া তুমি রহো কবিতায়।