কোথায় রাখিবে আজ তোমার এ সুখের ভার,
কাহাকে দিয়েছ তোমার অশ্রু উপহার।
তুমিতো সদা সুখকেই আপন করে নিয়েছ,
আর দুঃখের মালা পরিয়েছ অন্যের গলায়।
কুড়িয়ে নিয়েছ নিজের মত করে সব,
আর ছুড়ে ফেলেছ আপন মানুষকে।
একদিন যার পুষ্পমালায় ধন্য হতে,
তোমার বিষাক্ত তিরে সে আজ ক্ষত-বিক্ষত।
ভালবাসায় আজ হাতকড়া, স্বাের্থর জয়োধ্বনি,
দগ্ধ করেছ প্রেম, নষ্ট হয়েছে সময়।
তুমি আজ প্রেমের অস্তিত্ব হারিয়েছ,
অথচ সে তোমায় ভেবে অশ্রু ঝরায়।
একদিন হাতে হাত রেখে বলেছিলে,
জীবনে মরণে আমরা দু-জন দু-জনার।
থাকব পাশে যতক্ষণ এ দেহে আছে প্রাণ,
প্রাণতো তোমার ঠিকই আছে কিন্তু প্রাণের মানুষ কই।
তাকে ছাড়া যদি আজ তোমার প্রাণে সুখের সুর বাজে,
তবে তা যেন না থামে, বেজে উঠুক বজ্রের মত।
বধির করে দাও তাকে যেন কারও প্রেমের সুর,
তাকে আর আকৃষ্ট না করে।।