তোমার দু-চোখের দৃষ্টি আজ আমাকে খুঁজে না,
বিশ্বাস কর আমি আজও পৃথিবীর মাঝেই আছি,
হারিয়ে যাইনি লতা-পাতা ঘেরা মাটির মাঝে।
হয়ত  তোমার হৃদয়ের মণিকোঠায় আমার জায়গা নেই,
ছুড়ে ফেলে দিয়েছ স্বার্থপর মানুষ ভেবে,
বিশ্বাস কর আমি মোটেও এ রকম নই।
আমার জীবনের স্মৃতিতে তুমি প্রবাহমান,
তোমার ভালবাসা জড়িয়ে রয়েছে বুকের সমস্ত প্রান্তরে।
আজ কোন কথা হয় না আমাদের মাঝে,
এই যন্তণায় কখনও কখনও দু-চোখের পাতা ঝাপসা হয়ে আসে,
অঝর ধারায় ঝরে দু-চোখের পানি।
তবুও কখনো তোমার জন্য হাত বাড়িয়ে রাখব না,
আমার ব্যর্থতার যন্তণা দিয়ে তোমার বাস্তবমুখী,
সুন্দর জীবন আমি কুলষিত করতে চাই না।
মনের সাথে সংগ্রাম করে পরাজিত সৈনিক আমি,
আবেগে ভাসিয়েছি নিজেকে বাস্তবতাকে পিছনে ফেলে।
আমি তোমাদের মত হতে চাই, হতে চাই বাস্তবমুখী।
মুখচ্ছবি অথবা ছায়াবন্ধু হয়ে এ ধরণীতে আর নয়,
বাস্তবতার শিক্ষা নিয়ে দাঁড়াবো তোমার  পাশে,
সে দিন মুখ ফিরিয়ে নিও না,কষ্ট করে হলেও
সমস্ত অভিমান ভুলে হাতে রেখ হাত।