সময়ের দুরন্ত গতিতে
সুখেরই দিন গুলো চলে যাই অতীতে।
হঠাৎই স্মৃতীচারণ, ভেসে যাই বুক।
দিন গুলো আসে না, বাড়ে শুধু দুঃখ।
অতীতে যে স্মৃতী ছিলো সম্বল,
আজকে সে স্মৃতী চোখে আনে জল।
স্মৃতীগুলো খুজে ফিরি শুন্যে তাকিয়ে,
সেই সুখে সুখি হই বেদনা মাখিয়ে।
স্মৃতী গুলো বেচে আছে ডায়রির পাতাতে,
মাঝে মাঝে বুক কাঁপে সে স্মৃতীর আঘাতে।
কত দিন আসে আর কত দিন চলে যায়,
গত হওয়া স্মৃতী গুলো এ মনে জেগে রয়।