আমার মধু হরন করিয়া  মৌচাকে তুমি রাখো
মানুষ জাতিরা লইবে ছিনিয়া
সে খোজ কি তুমি রাখো?
অগ্নি জ্বালিয়ে চাক ভাঙিবে,
ছাড়িতে হইবে বাড়ি।
তোমার আহরিত  পুষ্প রসে
ভরিবে তাহার হাড়ি।
তবু কেন করো মধু  আহরন
তুমিযে ভিষণ বোকা
মানুষ জাতীরা বড্ড চালাক
দেবে যে তোমাই ধোকা।


যাক নিয়ে যাক কষ্টের ফল
ওরা যে সৃষ্টি মূল
ওদেরি তো গোলাম মোরা
সকল সৃষ্টি কুল
সৃষ্টির সেরা মানুষ জাতী
হোক না ওরা ভোগী
বোকা হলেও আমি যে ভাই
নিঃস্বার্থ ত্যাগী