ওহে পথিক, যাচ্ছো কোথাই?
এবার ইকটু থামো,
পরোকালের ডাক এসেছে
প্রথিবীর মায়া ছাড়ো।
ইহকালের এই আনন্দময়
জীবন হয়েছে শেষ।
এ জগৎ ছেড়ে যেতেই হবে
আধাঁর কবর দেশ।
কবর বাসিরা হাতছানি দেয়,
ওদের কাছে এসে,
যে মাটি দিয়ে তৈরী তুমি
সে মাটিতেই যাও মিশে।
মৃত্যু দূত আসিবে যখোন
ফুরাবে তোমার বেলা
যখোন তখোন ভাঙতে হবে
জীবন জীবন খেলা।
সকল পাপের শাস্তি হবে
আধার কবর দেশে
যে পাপ তুমি করেছিলে ভাই
এই দুনিয়াই এসে।


সময় থাকতে খোদার তরফে
তওবা পড়ে নাও
মুনকার নাকীরের জবাব দিতে
প্রস্তুত আজই হও...