উদাস মনে একলা বসে ভাবছি আমি এই,
আমাই অনেক বাসবে ভালো এমন কেহ নেই।
বালিকা আমি ডাকছি তোমাই শুনতে পাচ্ছো কি?
তোমাই যদি ভালোবাসি আমাই বাসবে কি?
রোজ সকালে তোমাই আমি কবিতা লিখে দেব,
বিনিময়ে তোমার মনের ভালোবাসা নেব।
ভালোবাসার গান শুনিয়ে পড়াবো তোমাই ঘুম
হাত টি ধরে ভিজবো দুজন বৃষ্টি এলে ঝুম।
ঢেউমাখা ঐ কপাল মাঝে পরিয়ে দেব টিপ
মনটি তোমার থাকলে খারাপ যাব  নিঝুম দ্বীপ।
রোজ দুপুরে তোমাই আমি বেধে দেব চুল।
চুলের খোপাই পরিয়ে দেব রক্ত জবা ফুল।
রৌদ্র এলে তোমার মুখে আনবো মেঘের ছায়া
বুঝবে তখোন তোমার প্রতি আমার কত মায়া।
খুব গরমে মুছে দেব তোমার মুখের ঘাম
সূর্য বুকে রাখবো লিখে তোমার আমার নাম।
বিকাল বেলা আমরা দুজন হাটবো নদীর তীরে
সূর্য যখোন লালচে হবে আসবো তখোন ফিরে।
সন্ধ্যা কালে দেখবো তোমাই জ্বালিয়ে মোমের আলো
চাঁদনী আলোই দেখতে তোমাই লাগবে ভিষণ ভালো।
আমার কোলে মাথা রেখে পড়বে  যখোন ঘুম
দেব তোমার কপাল মাঝে আলতো করে চুম।
স্বপন মাঝে ভয় পেয়ে তুমি বলবে আমাই ওগো
দুষ্টু লোকের আত্মা এসে ডাকছে আমাই শোনো।
বলবো আমি এদিক তাকাও পাগলী আমার এই,
আমি তোমার পাশেই আছি ভয়ের কিছু নেই।
তুমি তখোন ভালোবেসে ধরবে আমার হাত
খুনসুটিতে কাটিয়ে দেব নীর্ঘুম সেই রাত।
সকাল হলেই আমাই দেখে হাসবে মিষ্টি হাসি
হাসি দেখে বলবো তোমাই  অনেক ভালোবাসি।
এমনি করেই তোমার আমার জীবন কেটে যাবে
তোমার আমার ভালোবাসা অমর হয়ে রবে।