প্রেম এসেছে জীবনে
এসেছে বসন্ত বাতাসের মত জানালার কপাটে
খুব যতনে রেখেছি তা
আবেগ আর উষ্ণতার মলাটে।
আমি চাইনি এ প্রেমের আহবান।
পারব কি দিতে এ প্রেমের প্রতিদান?
হঠাৎই এসেছে প্রেম।
জানি হঠাৎই চলে যাবে
শুধু চোখে জল এনে দেবার মত স্মৃতি পড়ে রবে।
প্রেম একা আসেনি
সাথে এনেছে ম্বর্গথেকে এক পেয়ালা অমৃত সুখ।
সুখ?  না অসুখ?


প্রেম এনেছে মরু বুকে তৃষ্ণা মেটানো জল
দিয়েছে স্বপ্ন
দিয়েছে অতীত ভোলার সম্বল।
আজ জানতে বড় ইচ্ছে করে
প্রেম কি?
সে কি সত্যি?  নাকি সবটাই ফাকি?


--প্রেম?
যতদিন থাকে ততদিন সুখ
চলেগেলে অসুখ।
--অসুখ?
--হ্যা, প্রেম অসুখ।