জীবন তরি থমকে আছে মাঝ নদীতে
এসে
দুচেখের জল এক হয়ে তাই একাকার আজ
মিশে
উজান পানে বাইতে হবে জীবন
নামের নাও
বিধাতা তুমি পরম দয়ালু আমাই নিয়ে
যাও।
হঠাৎ কেন থমকে গেল জীবন নামের রথ?
মৃত্যুর খোজে পাড়িদিতে হবে একাকী
এই পথ
অচল জীবন শুন্য আবেগ ব্যার্থ পরিচয়
দুনিয়ার বুকে বেচে থাকার আজ
মিথ্যে অভিনয়।
আশায় বুক বাধা ,,সে তো
অসহায় আর্তনাদ
আশায় আশায় বুক বাধিয়া
জীবন আজ বিস্বাদ।
তিক্ত জীবন ক্লান্ত শরীর অসহায় আহাজারি
গন্তব্যহীন পথের আমি অন্ধ পথচারি।
বিশ বছরে বুঝিয়াঝি আমি দুনিয়া কত নিষ্ঠুর
তাইতো খুজি মৃত্যুকে আমি
কতদুর আর কতদুর...?