আমার প্রিয় শরৎ ঋতু
বেশি প্রিয় শীত,
জানি তোমার গ্রীষ্ম প্রিয়
আমার বিপরীত।
আমার প্রিয় সাদা আর
তোমার প্রিয় নীল,
তোমার আমার সবকিছুতেই
বিস্তর গড়মিল।
তোমার প্রিয় রবী-ঠাকুর
আমার নজরুল,
আমার কাছে যে টা সঠিক
তোমার কাছে ভুল।
তুমি ঘুমাও রাত্রি এলে
আমি দিনের বেলা,
তুমি দ্যাখো টিভি-সিরিজ
আমার প্রিয় খেলা।
হাসনাহেনা আমার প্রিয়
তোমার প্রিয় গোলাপ,
আমার মুখের প্রেমের কথা
তোমার কাছে প্রলাপ।
আমি যে চাই একটি মেয়ে
তুমি তো চাও ছেলে
মনের মিলন ক্যামনে হবে
মতের অ-মিলে?