এই ধরনীর জননী তুমি
দিয়েছ কতনা জনম,
তোমার তরেতে চির-কৃতজ্ঞ
উপকৃত মোরা চরম।
তোমার বুকেতে চলি আর ফিরি
চরণ তলে পিশে।
তোমারে দিয়েই গড়া সব দেহ
তোমাতেই যাবে মিশে।
নিজ শরীরে রাখিয়া বীজ
করিতেছো তারে চারা,
সেই চারাতে সবুজ-শ্যামল
স্বর্গ এই ধরা।
এই চারাগাছ বড় হয় নিয়ে-
তোমার দেহের রস,
সেই গাছেতে ধরে ফুল-ফল
সবই যে তোমার যস।
কত ঘর-বাড়ি কতনা দালান
রহিয়াছো ধরে পিঠে
আকাশের পানি শোষণ করিয়া
করিতেছো তারে মিঠে।
বুকের পরেতে পালিতেছো প্রাণ
কতনা বৃক্ষ-লতা
সকল প্রাণের জননী তুমি
তুমি যে জগৎ মাতা।