রাস্তার হাল বড়ই বেহাল
চলবে ক্যামনে যান?
ভাঙা রাস্তায় ঝরে যায় কত
নিষ্পাপ তাজা প্রাণ।
টনক কবে নড়বে ওদের
কর্মকর্তা যারা?
পথ চলবে না প্রাণ বাঁচাবে
যাত্রীরা দিশেহারা।
একটু হলেই বৃষ্টির জল
যাইনা চলাচাল,
স্বাধীন দেশে পরাধীন মোরা
হতভাগার দল।
যদিও রাস্তা রিপেয়ার হয়
টেকে দু-চার দিন,
কি আর বলব কপাল মন্দ
আমরা সহায়হীন।