নিদ্রাহরি লুটিয়া লয়ল
নিদ্রা নামের সুখ,
হারায়ে নিদ্রা নিদ্রা-বিলাসী
কাইন্দে ভাসায় বুক।
আঁধার রাতি যাপিতে হইবে
চক্ষু নিদ্রাহীনে,
অশেষ নিশি হইবে কি পার
সুখের নিদ্রাবীনে?


নিদ্রা যে তার অমুল্য ধন
মুল্যে নেই যার দাম,
নিদ্রাহীনতা কঠিন ব্যাধি
অনিদ্রা যার নাম।