" তোমাদের এই নগরে "
--------------আবু মোঃ রাশেদ


তোমাদের এই নগরে-ই
আমার ছিলো একদিন বসবাস
এখানে স্বার্থান্ধে মানুষ মানুষকে
দেয় প্রতিনিয়ত মিথ্যে আশ্বাস
আকাশে বাতাসে ভেসে বেড়ায়
মানুষের ভয়ন্কর বিষাক্ত নিশ্বাস।


তোমাদের এই নগরে -ই
আমার ছিলো একদিন বসবাস
এখানে মিথ্যার বেসাতিতে মানুষ
গড়ে তোলে  সুখের আপন নিবাস
সততার দোহাই দিয়ে করে মানুষ
সদা মৃত বিবেকের সাথে সহবাস।


তোমাদের এই নগরে -ই
আমার ছিলো একদিন বসবাস
এখানে মানুষ মানুষের ক্ষতি দেখে
অগোচরে হর্ষচিত্তে বলে উঠে সাবাস
সুখের চমৎকার ভানে মানুষ
আড়ালে ছাড়ে নীল কষ্টের দীর্ঘশ্বাস।


তোমাদের এই নগরে -ই
আমার ছিলো একদিন বসবাস
এখানে মানুষের অদ্ভুত কর্মকাণ্ডে
উঠে সহসা মানুষের-ই নাভিশ্বাস
ধান্ধা আর প্রতারণার জাল পাতে
মানুষ মানুষকে দিয়ে অসীম বিশ্বাস।


তোমাদের এই নগরে -ই
আমার ছিলো একদিন বসবাস
এখানে নিয়োগ প্রাপ্তির পূর্বে মানুষ
কষে লভ্যাংশের হিসেব নিকাশ
সহযোগিতার দৃঢ়  অঙ্গিকারে
পুষে হৃদে সদা নোংরা অভিলাষ।


-----------------*******------------


গুন্মা সিটি , জাপান।