নিছকই তোমাকে ভালোবেসে কবি হলাম ।
শব্দের বদলে কুড়িয়ে পেয়েছি কিছু মৃত শামুক
পুকুরের পাড়ে,
নিছকই আমার কবিতার ব্যার্থতা ।
ভুল গুলো আমি শুধরাবো ঠিকই ।
তুমিও বদলে নিও নিজেকে,
এই প্রকৃতির সাজে ।
হয়তো হতে পারে আমার কবিতা ।
তুমি তো জানো আমি রবি ঠাকুর নই ,
তবু তোমায় ভালোবাসি, কবিতার মতোই ।