যেন কোনো উদ্দেশ্য ছাড়াই,
প্রতিরাতে নিদ্রাভ চোখে রাত্রি জাগরণ ।
যেন কোনো আগ্রহ ছাড়াই ,
চার্চের ঘন্টা শুনে পড়ি তোমার চিঠি অকারণ ।
মনে হয় রাত জাগা পাখির কলরব,
নিঃশব্দতা ভেঙে তোমার কথা বয়ে আনে ।
মনে হয় উত্তুরে হালকা হাওয়া,
ফিসফিস গান শুনিয়ে যায় কানে ।
রাত্রিবেলা তারাঁদের উজ্জ্বলতা,
কালো ক্যানভাসে ছবি এঁকে চলে ।
পূর্ণিমা রাতের পূর্ণ চাঁদ,
যেন রাস্তা দেখায় তোমাকে খুঁজব বলে ।
তোমার থেকে আমি আলোকবর্ষ দূরে,
তবুও বাঁধ মানতে চাই না মন ।
প্রেয়সি মনে হয় কাব্য লিখি তোমায় নিয়ে,
" তোমার ভালোবাসার আকর্ষণ ।"