হিসেব কষে দেখি রোজ‌ই
কে আপন কে পর ?
দিনের শেষে হিসেব মিলে,
সবাই স্বার্থপর ।


আত্নীয় বলে ডাকি যাদের,
তারাই বা কম কিসে ?
সুযোগ পেলে দিচ্ছে তারাও
খুব যতনে পিষে ।


বাকি যারা বন্ধুসকল,
তাদের কথা না বলি ।
টাকা ছাড়া যাইনা চলা,
পথ এড়িয়েই চলি ।


জীবন অঙ্কে একটা সূত্র,
খুব রেখেছি গোপন ।
এই দুনিয়ায় কেবল তোমার,
তুমিই নিজে আপন ।।