নয়ন মুদি শয়ন কালে
হারাই স্বপ্নের ভিড়ে ,
ব্রম্হান্ডের কান্ড দেখতে
যাই ভিন গ্রহে উড়ে ।
প্রজা করে রাজায় শাসন
খল থাকে সদা বেশ ,
(সেথায়)দুষ্ট মানুষ সুস্থ থাকে
শ্রষ্টা পায় ক্লেশ ।
সে নয় মোদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥


বোকায় সেথা ধোঁকা দেয়
কুকুর বানিয়ে রেখে ,
মুষ্টি চিড়ে পুষ্টি ভেবে
বোকা লেজ নাড়তে থকে ।
কেউ পোলাও সেথা ঢালাও খায় ,
কেউ ফ্যান খেয়ে বলে বেশ !
সে নয় মোদের মহান গ্রহ ,
আমার স্বাধীন দেশ ॥


সেথায় বস্ত্র কাড়ে অস্ত্র দিয়ে
অভাবে কাড়ে অন্ন ,
খুনি সেথায় বাণী ছড়ায়
লোকে বলে ধন্য !
আবার প্রণাম ঠুকে সুনাম করে
শুনে বসে আদেশ ।
সে নয় মোদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥


অস্তি খুঁজে স্বস্তি সেথা
অর্থ করে ধংস ,
মাস্তি করে বস্তি জ্বেলে
লোপাট করে বংশ ।
বসন দানে আসন রাখে
চিন্তা করে শেষ ।
সে নয় মোদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥


খেটে নেতা ভোটে জিতে
মন্ত্রী হয়ে যায় ,
বাড়ী করতে আড়ি পেতে
জনতায় ঘুষ চায় !
সেথায় পাঙ্গা লড়ে নাঙ্গা করায়
ধরে রুষ্ট বেশ ।
সে নয় মোদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥


কেহ পাঁচ তারায় কাঁচ টেবিলে
খায় সেথায় ভেটকি ,
কেউ তেল বিহনে আগুন জ্বেলে
ঝলসে খায় শুঁটকি !
ডিস্কো থেক শুষ্ক হলেও
না থামে নৃত্য রেশ ।
সে নয় মোদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥


ধর্ম্ম নেই কর্মে সেথায়
মাইনে চায় বেশি ,
ঢুলছে ওরা টুলে বসে
ছুটি পেলে খুশি !
বাসনা আনে রসনায় জল
মাস ফুরালেই শেষ ।
সে নয় মোদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥


টাকা সেথায় পাকা করে
বাঁকা পথে চলতে ,
নেশা সেথা বাসা বাঁধে
শিশুর প্রাণ দোলতে !
সেথায় পার্টির দাদা খাঁটি ভাবে
উদ্দামে ফেলে ঘেঁষ॥
সে নয় মদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥


পিসির ডাকে নিশি সারা
ভাঙ্গল সাধের ঘুম ,
পাল্লা দিয়ে হল্লা করে
পড়ল ডাকা -ডাকির ধুম !
স্বপ্নের দেশ চাই না আমি
আমার এই দেশটাই বেশ ।
এই মোদের মহান গ্রহ
আমার স্বাধীন দেশ ॥
           ---------      রঞ্জন  গিরি ।