শিক্ষা নামক মাদুলি গলে
                  ছড়াই নিজের বড়াই ,
শিক্ষা হেতু ভিক্ষা করি
                      বর পণ - টি চাই ।


বাক্যে বড় ,কর্মে জড়
                  তবু ডিগ্রির অহং রবে ,
যোগ্য হীন তবু ভোগী হব
                     চাকরি দিতে হবে ।


সাধুর পদে নত হতে
                লাগে বড় লাজ ,
গুণ হীন তবু গুণী হব
                মানবে এই সমাজ ।


সত্য দেব হাঁড়ি কাঠে
                    মিথ্যাই হবে প্রাণ ,
মনুষ্যত্বের গলা টিপে
                      হব বিবেক বান ।


নায্য কথায় ধৈর্য্য হারাই
                    ক্রোধী হয়ে জ্বলি ,
অঞ্জ তবু ঞ্জানী আমি
                       গরব করে বলি ।


পরের নিকট শিখে কাজ
                       পরকে দেই গাল ,
সৃষ্টি করার নেইকো গুণ
                       তবু শ্রষ্টার মতো চাল ।


অত্যাচার রুখতে যখন
                       মুখটি হয় ম্লান ,
দুর্বল হৃদয় দেখিয়ে সবল
                         বলি শক্তিমান ।
----------- রঞ্জন গিরি ।