বেজায়  খুশি , সাজাই  রথ
                        আসবে  জগন্নাথ ।
বলরাম  আর  সুভদ্রা,
                          আসবে  তাঁর  সাথ ।।


প্রলয়  যদি  আলয়  ভাঙ্গে ,
                            আসে  যদি  বান।
তবু  লুটিয়ে  পথে , জুটিয়ে লোক
                              রশ্মি  ধরে মারবে  টান ।।


বছর  পরে , রথে  চড়ে
                         এল  মাসির  বাড়ি ।
জিলিপি  আর  ছানা  পোড়া ,
                         চাই  কচু  শাকের  চচ্চড়ি।।


মাসির  বাড়ি  উঠোন  খানা ,
                        ভাসে  জনস্রোতে ।
কর  জোড়ে  হাত  কপালে  ঠেকায় ,
                          থাকে  মৌন  ব্রতে ।।


বাঁশি , ঝাঁপ্প  বাজনা  পার্টি
                         হরেক  রকম  হর্ষ ।
জয়  ধ্বনি  দেয়  বাহু  তুলে ,
                          পায়  নানা  জাতির  স্পর্শ ।।


আম - কাঁঠাল  আর  চপ - সিঙ্গাড়ার ,
                            মন  মাতানো  গন্ধে ।
রথের  মেলা  হয়  যে  পূরন ,
                             সকাল  হতে  সন্ধে ।।
                                         __  রঞ্জন  গিরি ।