অম্বরে অরুণ  রাজ ,
প্রভাতে  করেন  বিরাজ ,
              ছুটিল  দ্যুতি  ধরাতলে ।
ফুলকুঁড়ির  মুখ  ফোটে ,
মধুকর  আসিয়া  জোটে ,
                 বিহঙ্গ  করে গান শাখা ডালে ॥


শাঁখে ফুঁ  দেয়  কেউ ,
উঠুন  ঝাঁটায়  বাড়ির  বউ ,
            তার নিত্য কর্ম সকালে ।
শ্রমিক  বন্ধু  দিয়া  মন ,
করতে  ধন  উপার্জন ,
              যায়  কাজে  ভোর  হলে ॥


নব বঁধূ  যায়  জলে ,
সারমেয়  পিছে  চলে ,
               সে  সারা নিশি  ভুখা  পেটে ।
কচি -কাঁচা  দেয়  ডাক ,
আলসে - র  হয়  রাগ ,
               (  তার  )গায়ে  ব্যথা  পায়ে  হেঁটে ॥


মন্দিরে  বাজে  কাঁসর - ঢাক ,
মৌলবি দেয় আজানে  ডাক ,
                 শিহরণ  জাগে  সবার  অন্তরে ।
বকুনি  খায়  ছেলে ,
পাঠে  যেতে  দেরি  হলে ,
                  কাজ  কত  ঘরে  ঘরে ॥


শুরু  পথে  লোক  চলা ,
হাঁক  দেয়  দইওয়ালা ,
                চুমুক  দিয়ে  চা  কাপে ।
বাবু  লোক  দেখে  ঘড়ি ,
ভোর  কেন  তাড়াতাড়ি !
                 চাকরী - টা  কার  শাঁপে॥


হিংসা , গ্লানি  যাই  থাক ,
সব  কিছু  ধুয়ে  যাক ,
                 যাক  মুছে  সব  ভুল ।
মুখ  হোক  নাহি  ম্লান ,
সুস্থ  থাকুক  সবার  প্রাণ ,
                   হৃদয়ে  ফুটুক  প্রভাতের  ফুল ॥
                     __________  ---  রঞ্জন  গিরি ।