মা
                                    _  রঞ্জন  গিরি । 
স্নেহ  যার  দিগন্ত ভরা
রহিবে  অনন্ত  কাল ,
পুবে  উদিত  রবি  অস্তমিত
পশ্চিমে  প্রতিনিয়ত , তবুও
যার  স্নিগ্ধ শশী  সম আলোক
ধারা  মমতা ,আঁধার  বিগলিত
হইয়া ঝারিয়া  পড়িবে  তনুকায়ে
চিরকাল ! না  পড়িবে  অনুকুলতায়
টান । তিনি  "মা "।  মোদের গর্ভধারিণী ,
আলোকদায়িনী ,জন্মদাত্রী "মা "।


জঠরে  দিয়া  স্থান ,যার  রক্ত ও
লসিকা  করিয়া  গ্রহন  রচিত 
এ প্রাণ ! তাঁর  ব্যাধির  আর্তনাদ
লঘু  করিতে  না  রহিলাম  পাশে ,
দুর্হীত  কর্ম  করিয়া ও সমর্পিত
না  হই  তাঁর  চরণে , ব্যথা  পায়
দুখিনী "মা "। মোদের  গর্ভধারিণী,
আলোকদায়িনী ,জন্মদাত্রী "মা "।


ক্ষুধার্তে ও  উদর  ভরার  ভান
করে , সন্তানের  ক্ষিদে  পেলে
বসাইয়া  আসনে  যা  টুকু অন্ন
আদর করে  দেয়  মুখে  তুলে ,
আধপেটা  তবুও  না  জানে  কেউ
থাকে  সদা  হাঁসি  মুখে ,
জীবনের শেষ  প্রান্তে  সাথী  হারা ,সন্তান ও
পর ,তবুও থেকে  ভুখা  পেটে
সন্তানের  চায়  মঙ্গল । তিনি "মা "
মোদের  গর্ভধারিণী ,আলোকদায়িণী,
জন্মদাত্রী "মা "।
                     _______  রঞ্জন  গিরি ।