ঠাঁই দিয়া হৃদয় মন্দিরে ,
প্রনাম জানাই অবনত শিরে ;
মাতা ,পিতা আর জওয়ানে ।
যারা রক্ষিতে মোদের প্রাণ ,
দেহ করে দান ; গাহি তাঁদের
জয় গান ।
জয় জওয়ান ,জয় জওয়ান!


জল ,স্থল ,বায়ুতে
করেন যারা অধিষ্ঠান ;
হোক হিন্দু ,মুসলমান বা খৃষ্টান ,
তাঁদের একটাই জাতি
সবাই ভারত মায়ের সন্তান ;
তাঁরা জওয়ান ।
একই ফসলে পালিত সবাই ,
একই জল করে পান ॥
গাহি তাঁদের জয় গান ,
জয় জওয়ান ,জয় জওয়ান !  


বিনিদ্র রজনী কাটায়
জলে ,জঙ্গলে আর আকাশের
কোলে ; সন্মুখে বিপদ পলে পলে ।
কাটিয়া মায়ার বাঁধন ,
অসাধ্য করিয়া সাধন ;
ভুলিয়া স্নেহ ,শহীদ হয় কেহ ,
সবারই মঙ্গলে ; স্মরণে রাখি
মান ,সর্বদা করি সন্মান ।
চিরকাল গাহিব তাঁদের জয় গান ,
জয় জওয়ান ,জয় জওয়ান !


শত্রুর রক্ত চক্ষু উপেক্ষা করিয়া
সদর্পে দাঁড়ায় রুখে ,
থাকে অবিচল লক্ষ্যে ;
সন্মুখে পাতিয়া দেয় বুক ,
তাঁদের বিদায় দিয়া সুখ ,
ব'ধে খলকে খোলসে রেখে ।
পরিত্রাতা হয়ে করে পরিত্রাণ ,
করিয়া বিভূতি দান ॥
গাহি তাঁদের গান ,
জয় জওয়ান ,জয় জওয়ান !


ভূষিত সবাই ভিন্ন ভূষণে ,
তাঁদের কেহ নাহি রাখে মনে !
জনতা তাঁদের ভুলিবেনা কভু ,
ভারত মা দেবে ভূষণ ; বুকে
জড়াইবে করিয়া আপন ,
সে ভূষণ হবে জনতার "প্রভু "।
যে সন্মান কঠিন আসান ,
সেটাই "মা "তাঁদের করিবে দান ॥
তখন ভারতবাসী গাহিবে
তাঁদেরই গান ,
জয় জওয়ান ,জয় জওয়ান !
----------- রঞ্জন গিরি ।