ভোগা দিয়ে ভোগ খেয়ে
ভোলা সেজেছ তুমি,
ভনিতা তোমার ভাবনায়
ভক্তিতে সবাই নমি।
দিনের বেলায় দিকে দিকে
দেবতা সেজে ঘুরো,
দিন ফুরালে দীনের গামছা
দাঁ দিয়ে টেনে ছিঁড়ো।
বেতালে মানুষ তালে দানব
বোতলে ভীষন ভক্তি,
বাবু সাজাতে ব্রহ্মান্ড লুটে
বাহুতে দেখাও শক্তি।
গলাতে গেরুয়া উত্তরীয়
গহনা দামী ভিতরে,
গঙ্গা জলে তুমি গা ধুয়েও
গরল তোমার অধরে।
সারমে তোমার শ্রদ্ধা বড়ো
সাথে রেখেছ সদা,
সাবাড় করেছ সব কিছু তাই
শান্তিতে হয়েছ দাদা!
-------- রঞ্জন গিরি।