ঝিরঝিরিয়ে বাদল ধারা
পড়লে গগনে ,
শিরশিরে বাদল হাওয়া
দোলা দেবে মনে ।
গুড়গুড়িয়ে ডাকবে যে মেঘ
আষাঢ় আকাশে ,
শুঁড়শুঁড়িয়ে ঠান্ডা হাওয়া
ঢুকে পড়বে শ্বাসে ।
তাই বলি ওগো বর্ষা রানী
এসো মোর সনে ,
নইলে থাকব কেমনে ?
শিরশিরে বাদল হাওয়া
দোলা দেবে মনে ॥
হড়হড়িয়ে পিছল না হয়
গ্রামের রাস্তা যত ,
হুড়মুড়িয়ে না পড়ে লোকে
হয় না হতাহত ।
খরার লাগি ধরা কাঁদে
তোমার বিহনে !
তুমি বিনা থাকব কেমনে ?
শিরশিরে বাদল হাওয়া
দোলা দেবে মনে ॥
ভড়ভড়িয়ে উঠবে যে পথ
হাঁটু খানা জলে ,
ঘড়ঘড়িয়ে কাশবে দাদু
তোমার ছোঁয়া পেলে ।
ময়লা বাবু কয়লা ধোবে
শুদ্ধ হবে মনে !
তুমি বিনে থাকব কেমনে ?
শিরশিরে বাদল হাওয়া
দোলা দেবে মনে ॥
ছলছলিয়ে ভরবে জলে
চাষার দুটি আঁখি ,
ফ্যালফ্যালিয়ে থাকবে চেয়ে
তুমি দিলে ফাঁকি ।
শুকিয়ে চারা লুটিয়ে পড়বে
চেয়ে তোমার পানে !
তুমি বিনে বাঁচবে কেমনে ?
শিরশিরে বাদল হাওয়া
দোলা দেবে মনে ॥
--------- রঞ্জন গিরি