হে  মানব ! ভুলে  গেলে  ?  তুমি  আমারই  অংশ ।
করিতে  রক্ষা  পুঁজিতে  আমায়,  এক  সময়  ।
গ্রীষ্মে  রসালো  ফলের  বাহার,  উষ্ঞতা ,
বর্ষায়  নতুন  পানি,  মাছ,  বৃষ্টির  রিনিঝিনি  শব্দ
শরতে  কাঁশফুলের  মেলা,  হেমন্তে  ফসল  ভরা  সোনালী  মাঠ
শীতে  শিশির  বিন্দু,  টাটকা  সবজি ।
আর  বসন্তে  !  আমি সাজতাম,  তোমাদের  মন  রাঙ্গাবো  বলে ।
কি  দেইনি  তোমাদেরকে  ?
বিনিময়ে  তোমরা  দিয়েছ-
কার্বন,  শিশা,  বৃক্ষ  নিধন,  পাহাড়  ধ্বংস ।
আমাকে  নিশ্বেষ  করে  করে  দিচ্ছ ।
আমি জ্বলছি সারাক্ষণ, এর পরিণাম  তোমরাও পাচ্ছ  নিশ্চয়ই  ???
আমাকে  ধ্বংস  করে  কেন  আশা  করছ,  এখনও  সব  পাবে  আগের  মতই  ?
হে  মানব ! ভুলে  গেলে  ?  তুমি  আমারই  অংশ
করিতে  রক্ষা  পুঁজিতে  আমায়,  এক  সময় ।